Welcome to my information site

Best information site: মোবাইল ডিকশেনারি

Tuesday 13 November 2012

মোবাইল ডিকশেনারি

Get মোবাইল ডিকশেনারি:

কেন ব্যাবহার করবেন

ইংলিশ পেপার পড়ে  ইংলিশ শিখতে চান, কিন্তু ওয়ার্ড না বুজায় আটকাইয়া যান।।
) পরীক্ষার হলে সিনোনিম , এনটীনিম কুশেচেনের এন্সার করতে পারেন না………
)  খালি বানান ভুল করেন আর স্যার বা বসের ঝাড়ী খান
) ওয়ার্ড প্রেক্টিস করতে চান
)যারা টিউশিনি করেন তাদের জন্য তো বাধ্যতামূলক একটা মোবাইল ডিকশনারী দরকার
)যারা IELTS TOFEL কোর্স করছেন……
ডিকশনারি শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ডিকশনারি মানে অভিধান। বাজারে অনেক ভাষার ডিকশনারি কিনতে পাওয়া যায়। ডিকশনারিগুলো স্বভাবগত ভাবে বেশ বড়, মোটা ভারী হয়ে থাকে। ফলে তা বাইরে সাথে করে নিয়ে যাওয়া মোটেও সুখকর নয়। ডিকশনারি হল এমন একটা জিনিস যা সর্বদা কাছে রাখা যায় কিন্তু এই বড় মোটা ভারী কাগজের ডিকশনারি সাথে করে নিয়ে বেড়ানো কষ্টকর আবার তাতে শব্দ খুঁজাও ঝামেলার। তাই ডিকশনারি ডিজিটাল সংস্করণ বের করা হয়েছে। আবার কম্পিউটারেও ডিকশনারি বিভিন্ন সফটওয়ার বের করা হয়েছে। তবে বর্তমান সময় সকল অভিধানকে পিছনে ফেলে দিয়েছে মোবাইল ডিকশনারি। কারন প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। এবং সময়ের সাথে তাল মিলিয়ে  হয়ে ওঠেছে  আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ।
এই সফটওয়ারগুলো আপনি আপনার মোবাইলে ইন্সটল করার মাধ্যমে সহজেই যেখানে সেখানে ডিকশনারির ব্যবহার করতে পারবেন।
সাধারণত মোবাইলে কোন এপ্লিকেশন ইন্সটল করতে গেলে কম্প্যাবিলিটি নিয়ে সমস্যা দেখা দেয় মানে সকল মডেলের মোবাইল ফোনে সকল ধরণের সফটওয়্যার ইন্সটল হয় না। আমার দেওয়া এই সফটওয়্যারটগুলো সকল ব্র্যান্ডের জাভা সমর্থিত মোবাইলফোনেই চলে তাই এটি ব্যবহার স্বস্তিদায়ক।
মোবাইলে বাংলা   ইংলিশ ডিকশনারী থাকলে বিভিন্ন সময় তা আমাদের প্রয়োজনে সাহায্য করতে পারে। অত্যন্ত ব্যবহারবান্ধব এই ডিকশনারীগুলো আপনি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে পারেন।

অক্সফোর্ড ( Oxford) ডিকশনারীঃ

নিচের অক্সফোর্ড ডিকশনারী গুলো সম্পর্কে আমার বলার কিছু নাই যা বুঝার আপনারা বুঝে নেন………।।
Oxford  .jar
Download link:–>
http://www.mediafire.com/?3x2t56v1g79mc9j
Oxford  ConciseEnglish .jar
Download link:–>
http://www.mediafire.com/?mdwcx5gf3yrx993
Oxford Thesaurus (Register with any key).jar
Download link:–>
http://www.mediafire.com/?92llej2o4l9s6jt
Oxford  Business.v2.14..jar
Download link:–>
http://www.mediafire.com/?scuq0pw8hhc9a2h
Oxford  Idioms.v2.14.0.jar
Download link:–>
http://www.mediafire.com/?nnhugvesd6p87mq
Oxford  Medical.Dictionary.v2.14.0..jar
Download link:–>
http://www.mediafire.com/?vcmbufhw58s2pd5

No comments:

Post a Comment

thanks for your comment